গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

আপডেট: May 31, 2025 |
inbound4221664428349386571
print news

মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য গাজীপুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে গাজীপুর জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যলি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সালমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম খান।

বক্তারা বলেন, তামাক ও মাদক বর্তমানে সমাজের অভিশাপ হয়ে দেখা দিয়েছে। তামাক ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

Share Now

এই বিভাগের আরও খবর