খাদ্য মন্ত্রণালয়ের জন্য ৮ হাজার ৩৮ কোটি টাকা

আপডেট: June 2, 2025 |
inbound3570918355215776086
print news

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে খাদ্য মন্ত্রণালয়ের জন্য ৮ হাজার ৩৮ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে—যা গত অর্থবছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল ৫ হাজার ৩৩৮ কোটি টাকা।

সোমবার জাতীয় বাজেট উপস্থাপনকালে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ প্রস্তাব ঘোষণা করেন।

খাদ্য নিরাপত্তায় জোর

অর্থ উপদেষ্টা বলেন, “দারিদ্র্য বিমোচন ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু রয়েছে।” বর্তমানে সারাদেশে ১ হাজার ৯০১টি কেন্দ্রে ওএমএস কার্যক্রম পরিচালিত হচ্ছে। চা বাগানের তালিকাভুক্ত শ্রমিকদের প্রতিকেজি ১৯ টাকা দরে গম সরবরাহ করা হচ্ছে।

তিনি আরও জানান, ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (VWB) কর্মসূচির আওতায় দেশের ১০ লাখ ৪০ হাজার দরিদ্র নারীকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

গুদাম ও ব্যবস্থাপনায় আধুনিকায়ন

আগামী অর্থবছরে খাদ্য গুদামের ধারণক্ষমতা ৩৭ লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, খাদ্যশস্য ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে নেওয়া হচ্ছে আধুনিকায়ন কর্মসূচি।

Share Now

এই বিভাগের আরও খবর