গাজীপুরে জাল টাকা তৈরির মেশিনসহ যুবক আটক

আপডেট: June 3, 2025 |
inbound6689032389519026969
print news

গাজীপুরের কালিয়াকৈর থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ রিয়াজ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

অভিযানে জব্দ করা হয় ১০ লাখ ৬ হাজার ৫০০ টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির মেশিন।

র‌্যাব-৪ জানায়, তারা সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি জালিয়াতি, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই চক্রের বিরুদ্ধেও নিয়মিত অভিযান চালাচ্ছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গত রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার ভান্নারা বেলতলা এলাকায় অভিযান পরিচালনা করে এই জাল টাকার কারখানাটি শনাক্ত করে।

র‌্যাবের তথ্যমতে, গ্রেপ্তারকৃত রিয়াজ হোসেন একজন পেশাদার জাল টাকা প্রস্তুতকারক ও সরবরাহকারী। সে দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে জাল টাকা তৈরি করে আসছিল।

পরে এসব টাকা সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে সরবরাহ করত। সারা বছরই এ কাজে জড়িত থাকলেও ঈদকে সামনে রেখে বাজারে নগদ লেনদেন বেড়ে যাওয়ায় সে এই সময়টিকে বেশি কাজে লাগাত।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তরকৃত রিয়াজ হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর