বারবার সংস্কৃতি খাতটি অবহেলিত হচ্ছে : আজাদ আবুল কালাম

আপডেট: June 3, 2025 |
boishakhinews 12
print news

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ কম বলে মনে করছেন সংস্কৃতিকর্মীরা। প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে ৮২ কোটি টাকা বরাদ্দ বাড়লেও সংস্কৃতিকর্মীদের প্রত্যাশা পূরণ হয়নি বলে মত প্রকাশ করেছেন তারা। তাছাড়া নতুন বাজেটে ওটিটি প্ল্যাটফর্ম সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ নিয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া পাওয়া গেছে।

বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে থিয়েটার আর্টিস্টস এসোসিয়েশন অব ঢাকা (টাড)। এই সংগঠনের পক্ষ থেকে প্রচার সম্পাদক অভিনেত্রী নাজনীন হাসান চুমকী জানিয়েছেন, এবারের বাজেট হতাশাজনক!

সংগঠনটির সভাপতি আজাদ আবুল কালাম স্বাক্ষরিত একটি লিখিত বক্তব্যে জানিয়েছেন, একটি জাতির আত্মপরিচয়, ইতিহাস ও ভবিষ্যৎ গঠনে সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ বারবার দেখা যাচ্ছে, এই খাতটি অবহেলিত হচ্ছে। এবারের জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ আগের তুলনায় কিঞ্চিৎ বাড়ানো হলেও তা হতাশাজনক।

 

এ বক্তব্যে আরো জানানো হয়, নাট্যশিল্পী, সংগীতশিল্পী, চিত্রশিল্পীসহ নানা মাধ্যমের সাংস্কৃতিক কর্মীরা বছরের পর বছর সীমিত সুযোগ-সুবিধা নিয়ে কাজ করে যাচ্ছেন। তাদের জন্য টেকসই আর্থিক সহায়তা, অবকাঠামো উন্নয়ন ও গবেষণাভিত্তিক সংস্কৃতি চর্চার জন্য বাজেটে দাবিকৃত বরাদ্দ থাকা অত্যন্ত জরুরি বলে মনে করছি। আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, সংস্কৃতিকে বিলাসিতা নয়, বরং জাতি গঠনের একটি মৌলিক উপাদান হিসেবে বিবেচনা করুন। বাজেটে সংস্কৃতি খাতে উপযুক্ত ও কার্যকর বরাদ্দ নিশ্চিত করুন, যেন এই খাতের বিকাশ বাধাগ্রস্ত না হয়।

এদিকে, বাজেটে ওটিটি প্ল্যাটফর্ম সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা প্রসঙ্গে নির্মাতা আশফাক নিপুন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। ‘মহানগর’ নির্মাতা লেখেন, “বাংলাদেশে সরাসরি ওটিটি সাবস্ক্রাইবার কতজন সেই ব্যাপারে কোনো ধারণা, তথ্য হালনাগাদ কি আছে অর্থ উপদেষ্টা সাহেবের? দেশে ওটিটির ভোক্তাকূলের একটা বেশ বড় অংশ যে পাইরেসি করে আমাদের কনটেন্ট দেখে সেটা কি উনারা জানেন? পাইরেসির বিরুদ্ধে আমাদের সম্মিলিত ব্যর্থতার গল্প কি তারা জানেন?”

ব্যাখ্যা করে আশফাক নিপুন বলেন, “বিশ্বের বর্ধনশীল যেকোনো শিল্পকে যেখানে কর রেয়াতের সুযোগ দেয়া হয়, সেখানে মাত্র ৫ বছর হলো যাত্রা শুরু করা এই ওটিটি বলয়ের ওপর বাড়তি ১০% সম্পূরক ট্যাক্সের সরাসরি প্রভাব পড়বে নির্মাতাদের বাজেটে এবং গল্পে, প্রভাব পড়বে বৈধভাবে সাবস্ক্রিপশন নেয়ায়। পাইরেসির প্রকোপ আরো বাড়বে এবং দিনশেষে সবার ব্যবসা হবে সংকুচিত।”

হতাশা ব্যক্ত করে আশফাক নিপুন লেখেন, “পাইরেসির ব্যাপারে শক্ত অবস্থান নেওয়ার পরিবর্তে বরং পাইরেসিকেই উৎসাহী করবে এই বাড়তি ট্যাক্স। গোটা কাঠামোর সংস্কার না করে বাড়তি ট্যাক্স বসানোর ফলে মাঝেসাঝে যাও একটু আমের দেখা পাওয়া যাচ্ছিল, সামনে হয়তো আম-ছালা দুটাই যাবে। দুর্ভাগ্যজনক!”

অন্যদিকে নিপুনের পোস্টটি শেয়ার করে নির্মাতা আদনান আল রাজীব লেখেন, “সরকারের উচিত সংস্কৃতি খাতকে আরো সমর্থন দেওয়া। উল্টো চাপিয়ে রাখা হচ্ছে। এটা দুঃখজনক। এ কারণে অনেক শিল্পী দেশত্যাগ করেন, বাইরে গিয়ে স্থায়ী হন।”

গতকাল রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব রেখেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

Share Now

এই বিভাগের আরও খবর