ক্ষেতলালে বিনামূল্যে  ব্র্যাক হাইব্রিড ধান-১০ বীজ বিতরণ

আপডেট: June 4, 2025 |
inbound7230808948895812872
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলাল  উপজেলার প্রান্তিক ৬০জনকৃষক-কৃষাণীদের
মাঝে বিনামূল্যে  ব্র্যাক হাইব্রিড ১০ ধান বীজ বিতরণ করা হয়েছে।

বিকেলে ক্ষেতলাল  ব্রাক এলাকা অফিসে ব্রাক মাইক্রো ফাইন্যান্স দাবি কর্মসূচির উদ্যোগে এ বীজ বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ বিতরণ করেন ক্ষেতলাল  উপজেলা কৃষি কর্মকর্তা  মাসউদ পারভেজ।

এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক সানজিদা নাসরিন তুলি, এলাকা ব্যবস্থাপক রেজাউল করিম, শাখা ব্যবস্থাপক ইয়ারুন্নেসা জেনেভা , ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ এর টেরিটরি সেলস অফিসার জহুরুল ইসলামসহ এলাকার ব্যবস্থাপক দাবি ও শাখা ব্যবস্থাপকগণ।

ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ এর টেরিটরি সেলস অফিসার জহুরুল ইসলাম ব্র্যাকের বিভিন্ন বীজ সম্পর্কে তাদের পূর্ণাঙ্গ ধারণা প্রদান করেন এবং বীজ কিভাবে ডিলারদের কাছে থেকে সংগ্রহ করবেন তার সার্বিক পরামর্শ প্রদান করেন।

প্রধান অতিথি  কৃষকদের ব্রাক ও তাদের আমন বীজ সম্পর্কে ধারণা প্রদান করেন। এছাড়াও কিশোরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ সেশণ পরিচালনা করেন।

যাতে তারা সঠিকভাবে ব্যবহার করতে পারেন একই সঙ্গে কৃষকদের মাইক্রো ফাইনান্স এর শস্য নিরাপত্তা বীমা করে ঝুকিয়ে পরামর্শ প্রদান করেন ও উক্ত কার্যক্রম পরিচালনার জন্য ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি কে ধন্যবাদ জ্ঞাপন করেন। উপস্থিত ৬০ জন কৃষক কৃষানের মাঝে বীজ বিতরণ এর উদ্বোধন করেন।

Share Now

এই বিভাগের আরও খবর