জয়পুরহাটে গণঅভ্যুত্থানে ৩ জন শহীদ পরিবারের মাঝে সঞ্চয় পত্র বিতরণ

আপডেট: June 4, 2025 |
inbound7064259472614795640
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলায় জুলাই গণঅভ্যুত্থানে ৩ জন শহীদের পরিবারের মাঝে অনুদান হিসেবে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে।

দুপুরে  জেলা প্রশাসকের কক্ষে প্রত্যেক শহীদের পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্রের ডকুমেন্ট প্রদান করা হয়।

দুপুরে নিজ কার্যালয়ে এসব সঞ্চয় পত্র বিতরণ করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্ম সচিব) আফরোজা আকতার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিপুল কুমার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন।

সঞ্চয়পত্র প্রাপ্ত শহীদ পরিবারের সদস্যরা হলেন, পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের  শহীদ নজিবুল সরকার বিশাল এর পিতা মজিদুল সরকার ৫ লাখ এবং তার মা বুলবুলি খাতুন ৫ লাখ টাকার সঞ্চয় পত্র, কালাই উপজেলার তালখুর গ্রামের শহীদ রিতা আক্তার এর মা রেহেনা বিবি এবং জয়পুরহাট পৌর শহরের শেখপাড়া এলাকার শহীদ মেহেদী হাসান এর স্ত্রী জেসমিন আক্তার এর নিকট ১০ লাখ টাকার সঞ্চয় পত্র প্রদান করা হয়।

শহীদ মেহেদী হাসান এর  স্ত্রী জেসমিন আক্তার বলেন, আমি ১০ লাখ টাকার সঞ্চয়পত্র পেয়ে অনেক খুশি। আমি সরকার কে ধন্যবাদ জানাই। এই সঞ্চয় পত্রের টাকা  আমার সন্তানদের নামে রাখব।

শহীদ রিতা আক্তার এর মা রেহেনা বিবি বলেন, আমি সরকার কে এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই আমাদের পাশে দাঁড়ানোর জন্য। এ সহযোগিতা যেন অব্যাহত থাকে এই আশা করছি।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, শহীদদের এই আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।

জুলাই গণঅভ্যুত্থানে যারা আন্দোলন করেছে তারা কেউ যেন সুবিধা বঞ্চিত না হয় সে ব্যাপারে সরকার কাজ করছে। শহীদ পরিবারের পাশে সরকার সবসময় আছে এবং ভবিষ্যতে এ সহযোগিতা অব্যাহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর