কর-বাজেট বিল নিয়ে প্রকাশ্য দ্বন্দ্বে ট্রাম্প ও মাস্ক

আপডেট: June 6, 2025 |
inbound3686178121071634926
print news

কর ও ব্যয়-সংক্রান্ত একটি বিতর্কিত বাজেট বিলকে কেন্দ্র করে এবার সরাসরি বিবাদে জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলা সিইও ইলন মাস্ক।

চলমান মতবিরোধ কয়েকদিন ধরেই দুজনের মধ্যে টানাপড়েন তৈরি করেছিল, তবে বৃহস্পতিবার তা চরমে পৌঁছায় পাল্টাপাল্টি মন্তব্যের মাধ্যমে।

ওভাল অফিসে এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, “ইলনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। জানি না, সেটা আর থাকবে কি না।”

এর ঠিক পরই মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লাইভ টুইট করে ট্রাম্পকে ‘অকৃতজ্ঞ’ বলে কটাক্ষ করেন।

তিনি দাবি করেন, “আমার সহায়তা ছাড়া ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে জিততে পারতেন না।”

এই টানাপড়েনের প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। ট্রাম্পের মন্তব্য এবং মাস্কের প্রতিক্রিয়ার পর টেসলার শেয়ারের দাম হঠাৎ করেই বেশ কিছুটা কমে যায়।

মার্কিন প্রতিনিধি পরিষদে মাত্র এক ভোটের ব্যবধানে পাস হওয়া বাজেট বিল নিয়ে ইলন মাস্কের আপত্তি তীব্র।

তিনি বলেন, ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত এই বাজেট প্রস্তাবটি সরকারি ব্যয় কমানোর বদলে বরং বাজেট ঘাটতি বাড়িয়ে দিয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে ট্রাম্প মাস্কের ওপর নিজের ‘ভীষণ হতাশা’ প্রকাশ করেন এবং বলেন, “এখানে উপস্থিত অন্য যেকোনো ব্যক্তির চেয়ে মাস্ক এই বিল সম্পর্কে বেশি জানতেন।”

এর আগে মাস্ক যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং পদত্যাগের আগে তাঁর সম্মানে ওভাল অফিসে ট্রাম্প একটি জমকালো বিদায় অনুষ্ঠানের আয়োজনও করেছিলেন।

কিন্তু মাত্র এক সপ্তাহ না যেতেই তাঁদের মধ্যে সম্পর্কের এই নাটকীয় অবনতি মার্কিন রাজনীতি ও প্রযুক্তি অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর