মার্কিন ভেটো নিয়ে হামাসের তীব্র প্রতিক্রিয়া


জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা পরিস্থিতি নিয়ে প্রস্তাবের ওপর যুক্তরাষ্ট্রের ভেটো প্রয়োগকে ‘ইসরায়েলি আগ্রাসনের প্রতি অন্ধ সমর্থনের প্রকাশ’ বলে উল্লেখ করেছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস।
বুধবার (৪ জুন) কুদস প্রেসকে পাঠানো এক বিবৃতিতে হামাস জানায়, “মার্কিন প্রশাসনের এ সিদ্ধান্ত যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে গাজার নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালিয়ে যেতে কার্যত সবুজ সংকেত দিয়েছে।”
নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও, মার্কিন ভেটো সেই ঐক্যমতের পথে বড় বাধা তৈরি করেছে বলে মন্তব্য করে হামাস।
তারা একে আন্তর্জাতিক আইনের কার্যকারিতা ও জাতিসংঘের ভূমিকার ওপর সরাসরি প্রশ্ন তুলে দেয়ার মতো ঘটনা হিসেবে আখ্যা দেয়।
বিবৃতিতে বলা হয়, “গণহত্যা বন্ধে নিরাপত্তা পরিষদের ব্যর্থতা বৈশ্বিক নৈতিক ও রাজনৈতিক কাঠামোর চরম পতনের ইঙ্গিত। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া এবং গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করা।”
নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও, মার্কিন ভেটো সেই ঐক্যমতের পথে বড় বাধা তৈরি করেছে বলে মন্তব্য করে হামাস।
তারা একে আন্তর্জাতিক আইনের কার্যকারিতা ও জাতিসংঘের ভূমিকার ওপর সরাসরি প্রশ্ন তুলে দেয়ার মতো ঘটনা হিসেবে আখ্যা দেয়।
বিবৃতিতে বলা হয়, “গণহত্যা বন্ধে নিরাপত্তা পরিষদের ব্যর্থতা বৈশ্বিক নৈতিক ও রাজনৈতিক কাঠামোর চরম পতনের ইঙ্গিত।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া এবং গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করা।”