ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে: উপদেষ্টা আসিফ


ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার সচেষ্ট রয়েছে জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কাউন্টার থেকে ঠিকঠাকভাবে ভাড়া আদায় হচ্ছে, কেউ বেশি নিচ্ছে না।
বেশিরভাগ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আসছে, যারা সঠিকভাবে কাউন্টার থেকে টিকিট কেটে উঠছে না তাদের থেকে।
শুক্রবার (৬ জুন) সকালে ঢাকার মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জনগণকে অতিরিক্ত ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে আসিফ বলেন, কারও বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে রুট পারমিট পর্যন্ত বাতিল হতে পারে। সেই অনুযায়ী মোবাইল টিমগুলো কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলামের নেতৃত্বে বেশি ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি বাস কাউন্টারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বেশি ভাড়া আদায়ের জন্য লাবিবা ক্লাসিক লি. পরিবহন কাউন্টারে অভিযান পরিচালনা করে সড়ক পরিবহন আইনের ৮০ ধারা অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং ডিএনসিসির প্রধান নির্বাহী মুহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।