ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা: ফাওজুল কবির

আপডেট: June 6, 2025 |
inbound550402844467875161
print news

ঘরমুখো মানুষের ঈদযাত্রায় হয়রানির অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন,  জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। বাসে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই; নিলেই ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, সীমাবদ্ধতার পরও ঈদযাত্রা ভালো হচ্ছে। মানুষের ঈদযাত্রা যাতে নির্বিঘ্ন হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অনিয়ম দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ভাড়ার ব্যাপারে একটি বিচ্চুতির খবর পেয়েছি– এক জায়গায় ১০০ টাকা ভাড়া বেশি নেওয়া হচ্ছিল, ফেরত দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, ভাড়া বেশি নেওয়ার কিছু ঢালাও অভিযোগ এসেছে। নির্দিষ্ট অভিযোগ থাকলে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৩১ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানায়, জুন মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমানো হয়েছে। অন্যদিকে পেট্রল ও অকটেনের দাম লিটারে কমানো হয়েছে ৩ টাকা।

Share Now

এই বিভাগের আরও খবর