বেরোবিতে প্রথমবারের মতো ঈদুল আজহায় কোরবানির আয়োজন

আপডেট: June 7, 2025 |
inbound8658952100770349998
print news

বেরোবি প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রথমবারের মতো ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও নিরাপত্তাকর্মীদের জন্য কোরবানির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং কোরবানি কমিটির সদস্য সচিব ড. মো. ফেরদৌস রহমান জানান, “হলে থাকা শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে এবং ঈদের দিন দায়িত্বে নিয়োজিত পুলিশ, আনসার, ড্রাইভার ও কর্মচারীদের জন্য একটি গরু ও দুটি ছাগল কোরবানি করা হবে।”

ঈদের দিন বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় কোরবানির মাংস দিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে। এতে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী নিজে উপস্থিত থেকে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে ঈদ উদযাপন করবেন।

তিনি বলেন, “বাড়ি যেতে না পারা শিক্ষার্থীদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছি এবং বিশ্ববিদ্যালয়কে একটি মানবিক পরিবারে রূপ দিতে চাই।”

কোরবানির মাংস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গরিব, দুস্থদের মাঝেও বিতরণ করা হবে, এবং স্থানীয় এতিমখানায়ও পাঠানো হবে বলে জানা গেছে।

এর আগেও রমজান মাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৩ হাজার শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকদের নিয়ে ইফতার আয়োজন করা হয়, যা ব্যাপক প্রশংসা কুড়ায়।

প্রথমবারের মতো ঈদুল আজহা উপলক্ষে প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় পরিবার ও শিক্ষার্থীরা।

Share Now

এই বিভাগের আরও খবর