মুক্তির প্রথম দিনে বিগত আয়ের রেকর্ড ভেঙেছে ‘হাউজফুল ৫’


জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ও তরুণ মনসুখানি পরিচালিত কমেডি সিনেমা ‘হাউজফুল ৫’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছে। শুক্রবার (৬ জুন) মুক্তি পাওয়া এই সিনেমাটি বিশ্বব্যাপী ৪০ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে, যা অক্ষয় কুমারের নিজের রেকর্ড ছাড়িয়ে গেছে।
বক্স অফিস পরিসংখ্যান অনুসারে, ভারতে ‘হাউজফুল ৫’ প্রথম দিনেই নেট আয় করেছে ২৪ কোটি রুপি এবং মোট আয় দাঁড়িয়েছে ২৮ কোটি ৭৫ লাখ রুপি। ভারতের বাইরের বাজার থেকে সিনেমাটি ১২ কোটি রুপি আয় করেছে। এই তথ্য ‘স্যাকনিল্ক’ নামক বক্স অফিস পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদন থেকে সংগৃহীত।
অক্ষয় কুমারের গত কয়েকটি হিট সিনেমার সঙ্গে তুলনা করলে দেখা যায়, এই সিনেমা প্রথম দিনের আয় রেকর্ডটি ভেঙেছে। যেমন, ‘কেসরি চ্যাপ্টার-২’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ১৪ কোটি রুপি। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সূর্যবংশী’ সিনেমার প্রথম দিনের আয় ছিল ৩০ কোটি ৫০ লাখ রুপি।
সিনেমাটির কাস্টে আছেন বলিউডের অনেক প্রখ্যাত তারকা—অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, নার্গিস ফাখরি, জ্যাকুলিন ফার্নান্দেজ, সৌন্দর্য শর্মা, সঞ্জয় দত্ত, ফারদিন খান, শ্রেয়াস তলপড়ে, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, ডিনো মোরিয়া, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া, চাঙ্কি পান্ডে ও জনি লিভার।
‘হাউজফুল ৫’ সিনেমার প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন বলিউডের শীর্ষ প্রযোজক ও নির্মাতারা, যারা সিনেমাটির ব্যবসায়িক সাফল্যের প্রশংসা করেছেন। বিশেষ করে কমেডি এবং পারিবারিক বিনোদনের কারণে দর্শকদের ভালো প্রতিক্রিয়া পেয়েছে এই সিনেমা।
বাংলাদেশে ‘হাউজফুল’ সিরিজের ভক্ত রয়েছে অনেক, তাই এখানে মুক্তির পর দর্শকরা সিনেমা হলে ভিড় জমিয়েছেন। বাংলাদেশসহ সারা দক্ষিণ এশিয়ায় ‘হাউজফুল ৫’ বাণিজ্যিকভাবে সফল হওয়ায় সংশ্লিষ্ট নির্মাতারা সন্তোষ প্রকাশ করেছেন।
অক্ষয় কুমার নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তির প্রথম দিনের সফলতার খবর শেয়ার করেছেন এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এই সফলতা সিনেমার দ্বিতীয় দিনে ও সপ্তাহান্তে কী পরিমাণ আয় করবে, সেটাই এখন বড় প্রশ্ন।