এবার গরমে মৃত্যু হয়নি কোনো হাজির : সৌদি আরব


চলতি ২০২৫ সালে তীব্র গ্রীষ্মের মাঝেও হজ্ব পালনকালে কোনো হাজ্বীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে সৌদি আরব। গত বছরের তুলনায় এবারের হজ্বে গরমজনিত অসুস্থতার হারও ৯০ শতাংশ কমেছে বলে দাবি করা হয়েছে।
শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, এ সফলতা সম্ভব হয়েছে সরকারের বিভিন্ন সংস্থা, বিশেষ করে স্বাস্থ্যসেবা বিভাগ, চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফলে।
বিবৃতিতে আরও জানানো হয়, এবছর ছায়াযুক্ত এলাকাগুলোর পরিধি বাড়ানো হয়েছে, হজ্বযাত্রীদের সহায়তায় উন্নত কুলিং সিস্টেম স্থাপন করা হয়েছে এবং অবকাঠামোগত সুবিধা বাড়ানোর পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। এসব ব্যবস্থার ফলে প্রচণ্ড গরমেও হাজ্বীদের শারীরিক কষ্ট তুলনামূলকভাবে অনেক কম হয়েছে।
সৌদি আরবের মরু অঞ্চলে জুন মাসে তাপমাত্রা প্রায়ই ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। গত বছর হজ্ব হয়েছিল জুনের মাঝামাঝি সময়ে। সে বছর প্রচণ্ড গরমের কারণে মারা যান ১ হাজার ৩ শতাধিক হাজ্বী, অসুস্থ হয়ে পড়েছিলেন আরও কয়েক হাজার।
চলতি বছর হজ্ব অনুষ্ঠিত হয়েছে ৪ জুন থেকে ৬ জুন পর্যন্ত। সৌদি পরিসংখ্যান সংস্থা ‘গাস্তাত’-এর তথ্য অনুযায়ী, এবারের হজ্বে অংশ নিয়েছেন মোট ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন হাজ্বী। এর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৬৫০ জন ছিলেন সৌদি নাগরিক, বাকি প্রায় ১৫ লাখ হাজ্বী বিশ্বের বিভিন্ন দেশ থেকে গিয়েছিলেন।