অস্বাভাবিক গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

আপডেট: June 9, 2025 |
boishakhinews24.net 65
print news

সারা দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। গত ৬ জুন থেকে দেশে বৃষ্টি কমার কারণে অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম।

আবহাওয়া অফিস বলছে, রোববার থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগসহ ফেনী ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সোমবারও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, আগামী ১১ জুন থেকে দেশে তাপমাত্রা কমে বাড়তে পারে বৃষ্টি। তবে এ সময় কিছু কিছু অঞ্চলে ভ্যাপসা গরম থাকবে।

এ ছাড়া আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণেরর বৃষ্টিসহ বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Share Now

এই বিভাগের আরও খবর