অভিনেতা জাহিদ হাসান হাসপাতালে ভর্তি


জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত শুক্রবার (৬ জুন) হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে গণমাধ্যমকে জানিয়েছেন তাঁর স্ত্রী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। তবে এই বিষয়ে জানতে বাংলাদেশ জার্নাল থেকে মৌ-কে ফোন করা হলে, তাকে ফোনে পাওয়া যায়নি।
মৌ গণমাধ্যমকে বলেন, “উনার (জাহিদ) তো একটু ঠাণ্ডাজনিত, অর্থাৎ নিউমোনিয়ার সমস্যা রয়েছে। ঠাণ্ডা থেকেই এমনটা হয়েছে। এখন ভালো আছেন, সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন, একটু সুস্থ হলেই বাসায় নিয়ে যেতে পারব।”
জাহিদ হাসান নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও সক্রিয় তিনি। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘উৎসব’। তানিম নূর পরিচালিত এই পারিবারিক গল্পের ছবিতে জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন সাদিয়া আয়মান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, আফসানা মিমি, অপি করিম প্রমুখ।
জাহিদ হাসানের সুস্থতা কামনা করে তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার।