তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন, জানালেন ফখরুল

আপডেট: June 10, 2025 |
boishakhinews24.net 110
print news

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (১০ জুন) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তারেক রহমান কবে দেশে ফিরছেন—জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘শিগগির ফিরবেন।’ তবে দিনক্ষণ কোনো কিছুই বলেননি বিএনপি মহাসচিব।

এ সময় তিনি সরকারের আন্তরিকতার অভাব নেই উল্লেখ করে বলেন, ‘একটা বিশেষ মুহূর্তে এসে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ কথা বললে অস্বীকার করা হবে না যে, আমরাই দায়িত্ব দিয়েছি। কিন্তু রাজনৈতিক দিক থেকে তাদের অভিজ্ঞতা যথেষ্ট নয়…তারা নিজ নিজ ক্ষেত্রে সবাই অত্যন্ত অভিজ্ঞ মানুষ, পণ্ডিত লোক, উইজডম সব আছে, কিন্তু পলিটিক্যাল উইজডম যে পুরোপুরি আছে, সেটা বলা যাবে না।

কিন্তু তাদের আন্তরিকতার অভাব আছে বলে আমার কাছে মনে হয় না।’ যেকোনো সময়েই নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত আছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা তো বলেছি, আপনি যদি ইলেকশন কালকে করতে পারেন, আমরা কালকেই রেডি। বিএনপি নির্বাচনের দল…বিএনপি অলওয়েজ রেডি ফর ইলেকশন।

কারণ, এটা (বিএনপি) নির্বাচনের দল, নির্বাচন করেই বিএনপি ক্ষমতায় যেতে চায়। যখন সবাই চাইবে, একমত হবে, তখন নির্বাচন হবে…অসুবিধা নাই।’

Share Now

এই বিভাগের আরও খবর