টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ‘চিন্তা করাও বোকামি’: শান্ত


টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। তবে এখনই ফাইনালের স্বপ্ন দেখাকে অবাস্তব মনে করছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বৃহস্পতিবার (১২ জুন) মিরপুরে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, “টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনেক বড় স্বপ্ন। এই মুহূর্তে সেটা দেখা বোকামি হবে। আমরা ধাপে ধাপে এগোতে চাই।”
তিনি জানান, আগের চক্রে ৪টি ম্যাচ জিতে কিছুটা উন্নতি হয়েছে। এবার আরও ২-৩টি জয় বাড়ানোর লক্ষ্য রয়েছে।
শান্ত আরও বলেন, “ঘরের মাঠে ভালো করতে হবে। গত চক্রে আমরা ঘরের মাঠে বাজে খেলেছি। এবার সে ভুলগুলো সংশোধন করে সামনে এগোতে চাই।”
তিনি বিশ্বাস করেন, ছোট লক্ষ্য নির্ধারণ করে এগোলে একদিন বাংলাদেশও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে।