আম্মা সালাম জানিয়েছেন আপনাকে, প্রধান উপদেষ্টাকে তারেক রহমান

আপডেট: June 13, 2025 |
inbound734020248554572409
print news

লন্ডনের দ্য ডোরচেস্টার হোটেলে বৈঠক করছেন যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শুরু আগে তাদের মধ্যে কুশল বিনিময়ে একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ওই ভিডিওতে দেখা গেছে, প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারেক রহমান। এসময় বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে সালাম জানিয়েছেন বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এর আগে তারেক রহমান হোটেল প্রাঙ্গণে পৌঁছানোর পর অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান তাকে স্বাগত জানিয়ে হোটেল কক্ষে নিয়ে যান।

প্রধান উপদেষ্টা কক্ষের সামনে থেকে তারেক রহমানকে এগিয়ে নিয়ে যান। এ সময় তারেক রহমান বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ তার সঙ্গে আসা অন্যান্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এ সময় প্রধান উপদেষ্টা ও তারেক রহমান হাসিমুখে করমর্দন করেন। প্রধান উপদেষ্টা তারেক রহমানকে বলেন খুব ভালো লাগছে, তারেক রহমানও বলেন, আমার কাছেও খুব ভালো লাগছে। আপনার শরীর কেমন?

উত্তরে প্রধান উপদেষ্টা বলেন, চলছে, টাইনা টুইনা চলতে হয়।

এ সময় তারেক রহমান বলেন,আম্মা (বেগম খালেদা জিয়া) সালাম জানিয়েছেন।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Share Now

এই বিভাগের আরও খবর