বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু নিহত

আপডেট: June 14, 2025 |
inbound1565140600401933969
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা শহরের কাঠনারপাড়া এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে বিদ্যুৎ শেখ(৩০) নামের অপর এক বন্ধু নিহত হয়েছে।

১৩ জুন (শুক্রবার) বিকেল ৫ টার দিকে বগুড়া শহরের কাঠনারপাড়া ঈদগাহ মাঠ এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত বিদ্যুৎ শেখ বগুড়া জেলা শহরের বৃন্দাবনপাড়ার দুলাল শেখের ছেলে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসন বাসির এতথ্য নিশ্চিত করেছেন।

ওসি হাসান বাসির জানান,বিদ্যুৎ কাঠনারপাড়া এলাকায় একটি অটোরিকশা গ্যারেজ পরিচালনা করতেন।তার ঘনিষ্ঠ বন্ধু রনির সাথে বেশ কিছু দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।

শুক্রবার বিকেলে কাঠনারপাড়া ঈদগাহ মাঠের পাশে রিকশা গ্যারেজের পিছনে বিদ্যুৎকে ডেকে নিয়ে উপর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় রনি।

পরে স্হানীয় লোকজন বিদ্যুৎকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

তিনি আরও জানান, মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে।

নিহতের মরদের পুলিশ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে রেখেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর