মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ হারালেন ডিআইইউ শিক্ষার্থী তামান্না

আপডেট: June 14, 2025 |
inbound5464759088943149258
print news

ডিআইইউ প্রতিবেদক: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তামান্না আক্তার (২৪) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) নাবিল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার পর দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌরশহরের নূরজাহানপুর এলাকায় আনুমানিক রাত তিনটার সময় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাসটিকে পেছন থেকে আম বোঝাই একটি গাড়ি ধাক্কা দেয়। ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালিভর্তি আরেকটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা খায়।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না আক্তারসহ আরও ৪ জন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বাবর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমরা খুবই মর্মাহত যে আমাদের বিভাগের একজন শিক্ষার্থী এভাবে প্রাণ হারালেন।

আমরা তামান্নার তথ্য রেজিস্ট্রার স্যার ও অন্যান্য প্রশাসনিক দায়িত্বপ্রাপ্তদের কাছে দিয়েছি বিষয়টি দেখার জন্য।

বর্তমানে আমরা ছুটিতে আছি, বিশ্ববিদ্যালয় খুললে আনুষ্ঠানিকভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তামান্না আক্তারের সহপাঠী রায়হানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আমি এবং আমাদের ব্যাচের সকলেই গভীরভাবে শোকাহত।

আমরা ব্যাচের কয়েকজন মিলে তামান্নার বাড়িতে যাচ্ছি, তাকে শেষবারের মতো দেখতে।

Share Now

এই বিভাগের আরও খবর