যমুনা সেতুর পশ্চিম প্রান্তে কমছে যানজট

আপডেট: June 14, 2025 |
inbound1184789787717267379
print news

ঈদের ছুটির শেষ দিনে শনিবার (১৪ জুন) বিকেল ৩টার পর যমুনা সেতুর দুই পাশে যানজট পরিস্থিতির উন্নতি হয়েছে। পূর্বপাশে যানজট পুরোপুরি কেটে গেছে। তবে পশ্চিম প্রান্তের যানজট ১৫ কিলোমিটার থেকে কমে ৫ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে।

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ঢলে সকাল থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশে যমুনা সেতুর দুই পাশে প্রায় ৩০ কিলোমিটারজুড়ে যানজট দেখা দেয়। তবে বিকেলে তা কিছুটা স্বাভাবিক হয়েছে।

টাঙ্গাইল অংশের যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত সকালের ১৫ কিলোমিটার যানজট এখন নেই বলে জানিয়েছে এলেঙ্গা হাইওয়ে পুলিশ।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, সকালে দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়েছিল। এখন পূর্ব পাড়ে কোনো যানজট নেই, তবে ঢাকামুখী লেনে চাপ রয়েছে, গাড়ি ধীরগতিতে চলছে।

এদিকে সিরাজগঞ্জ অংশের যমুনা সেতু পশ্চিম গোলচত্বর থেকে নলকা মোড় পর্যন্ত সকাল থেকে যানজট থাকলেও বিকেলে তা অনেকটাই কমেছে। বর্তমানে এই যানজট যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে কড্ডার মোড় পর্যন্ত রয়েছে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, যানজট এখন অনেকটাই কমেছে। তবে গাড়ির চাপ থাকায় ধীরে চললেও যানবাহন থেমে নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মাঠে রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর