বেরোবিতে ‘প্রোপোজাল রাইটিং ফর ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল গ্রান্টস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট: June 18, 2025 |
inbound1782793727173092507
print news

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘প্রোপোজাল রাইটিং ফর ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল গ্রান্টস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৮ জুন) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এ সময় তিনি বলেন, গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য অর্থ সংস্থান খুবই প্রয়োজনীয়।

গবেষণার ফান্ড সংগ্রহের জন্য দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কাছে গবেষণা প্রস্তাবনার গুরুত্ব অপরিসীম।

উপাচার্য বলেন, কর্মশালায় গবেষণার জন্য প্রস্তাবনা লিখন সংক্রান্ত আলোচনা থেকে প্রাপ্ত ধারণা ও জ্ঞান গবেষকবৃন্দকে আরো সমৃদ্ধ করবে।

তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণা কাজের সঙ্গে সম্পৃক্ত হবার জন্য আগ্রহী।

শিক্ষার্থীদেরকে জ্ঞানভিত্তিক ও সৃজনশীল কাজের সঙ্গে সম্পৃক্ত করতে শিক্ষকদের প্রতি আহবান জানান উপাচার্য।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় গবেষণা প্রস্তাবনা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইউসুফ আল হারুন।

উক্ত কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

এ সময় বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফ এবং ড. মোঃ আব্দুর রকিব উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর