বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের জাবি শাখার কমিটি ঘোষণা

আপডেট: June 18, 2025 |
inbound21813074250791888
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ জুন)  কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, জাবি সংসদের আহ্বায়ক কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদিত হয়েছে।

inbound3266792880760898038 inbound3788145955625852479

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হয়েছেন ৪৭তম ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জল এবং সদস্য সচিব হয়েছেন ৪৯তম ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক: নাসিম আল তারিক। যুগ্ম আহ্বায়ক: নাহিদ হাসান ইমন, কাউসার আলম আরমান, জান্নাতুল ফেরদৌস আনজুম, দেওয়াল আল ফাহাদ, জিয়া উদ্দিন আয়ান, নাজমুল ইসলাম লিমন, শাহরিয়ার ইমন ও জাহিদ হাসান।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব: আহসান লাবিব। যুগ্ম সদস্য সচিব: তানভীর আহমেদ শিহাব, মার্যিউর রহমান চৌধুরী, সাজ্জাদ হোসেন, ফারহানা বিনতে জিগার ফারিনা, গালিব হাসান, রিয়াজুল ইসলাম রিয়াজ, মাশরুফ হোসেন, মো. সজীব চৌধুরী ও সাদি মোহাম্মদ সাদি।

মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন নকিব আল মাহমুদ অর্ণব। সংগঠক হিসেবে আছেন: কাজী মেহরাব তুর্য, মো. আবদুল্লাহ আসিফ, আবদুন নূর আল নাহিয়ান, নাবিলা মেহজাবিন, মো. আব্দুর রহমান, মোহাম্মদ সোহাগ, মো. নিহাল মাহমুদ, মো. মিলন হক, মো. সাজ্জাদ, রাফসান মাহমুদ জিসান, মো. আল আমিন, খন্দকার আল ফাহাদ ও মোশারফ হোসেন।

এছাড়াও মুখপাত্র হিসেবে আছেন নাদিয়া রহমান অন্বেষা। অন্যান্য সদস্যরা হলেন—ত্বা-সীন আহমেদ, রিং ইয়া মুরং, তানজিলা তাসনিম (সেতু), জারাফ ওমর, আরাফাত রহমান, সারজিদা আক্তার, রিয়াজুল ইসলাম শাকিল, লামিয়া তাসনীম, ফারুক হাসান সাকিব, মোহাম্মদ আলী চিশতি, মারুফ বিল্লাহ নাঈম, মাসুদুল আনোয়ার নিহাল, আহসানুল মাহবুব জুবায়ের, এনামুল কবির, আশিকুল ইসলাম, মো. ইমরুল কায়েস, মো. মমিনুল ইসলাম শাওন, মো. মোস্তাফিজুর রহমান লিটন, রাব্বী হোসেন বাপ্পী, মো. জুম্মান সিকদার, মো. রিফাত রায়হান ও মো. শাহরিয়ার ইকবাল।

এ বিষয়ে সদ্য ঘোষিত আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জল বলেন, “আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের জাবি সংসদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়ে গর্বিত।

এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও। আমরা চাই, ক্যাম্পাসে একটি গঠনমূলক, গণতান্ত্রিক ও শিক্ষার পরিবেশ বজায় থাকুক।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ অতীতে যেমন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল, আমরাও সেই ধারাবাহিকতা রক্ষা করতে চাই।

ছাত্রসংসদকে একটি দায়িত্বশীল, চিন্তাশীল ও কার্যকর ছাত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

সদস্য সচিব আবু তৌহিদ মো. সিয়াম বলেন, “শুরুতেই আমি নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় প্রতিষ্ঠিত একটি সংগঠন। আমরা সেই ঐতিহাসিক আন্দোলনের চেতনাকে বুকে ধারণ করে এগিয়ে যেতে চাই।

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি—আমরা সবসময় তাঁদের পাশে আছি এবং থাকব, ইনশাআল্লাহ। ৪৭ থেকে ৭১—বাংলাদেশের সকল যৌক্তিক গণআন্দোলনের চেতনা ও স্পিরিট আমরা সম্মান ও শ্রদ্ধার সঙ্গে বহন করব।

আমাদের লক্ষ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পেশীশক্তিহীন একটি শিক্ষিত, সচেতন ও গণতান্ত্রিক ছাত্রসমাজ গড়ে তোলা। এ লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

Share Now

এই বিভাগের আরও খবর