সিলেটে করোনায় আরো একজন আক্রান্ত

আপডেট: June 19, 2025 |
boishakhinews24.net 73
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি: সিলেটে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।

সিলেট বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি থাকা এক পুরুষ রোগীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তার নমুনা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার পর করোনা পজিটিভ ধরা পড়ে। পরে তাকে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, বর্তমানে সিলেটের চারজন করোনা রোগীর মধ্যে তিনজন শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং একজন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আক্রান্তদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে একজন বয়স্ক পুরুষ রোগী শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে আছেন, আর বাকি তিনজন ওয়ার্ড ও কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

Share Now

এই বিভাগের আরও খবর