গাজীপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত


মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি—এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি শিশুরা স্কুলে যাবে, কাজে নয় প্রতিপাদ্যে গাজীপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের আয়োজনে সকালে মহানগরীর টঙ্গীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলকারখানা অধিদপ্তরের হল রুমে আলোচনা সভা ও সচেতনতামূলক কায়্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, গাজীপুরের উপ—মহাপরিদর্শক মহর আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা খাতুন।
এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কমকর্তা, বিজিএমইএ এর প্রতিনিধি এবং বিভিন্ন কলকারখানা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।