ইসরাইলি হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

আপডেট: June 20, 2025 |
inbound87041543845595843
print news

শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ।

সমাবেশে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে বলা হয়, এটি বিশ্বের শান্তিকামী মানুষের জন্য হুমকি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, ‘‘যুগ যুগ ধরে অব্যাহতভাবে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে ইসরায়েল সব ধরনের সভ্যতা ও মানবাধিকারের সীমা অতিক্রম করেছে।

এক সপ্তাহ ধরে ইরানে হামলা চালিয়ে ইসরায়েল দেশটির অবকাঠামো ধ্বংসসহ অর্ধসহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটিয়েছে।

ইরানের পাশে দাঁড়াতে ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) অবিলম্বে জরুরি অধিবেশন আহ্বান করতে হবে।’’

তিনি আরও বলেন, ‘‘এই অবৈধ রাষ্ট্র শান্তিকামী মানুষের জন্য হুমকি। ইসরায়েলের পক্ষে যারা ভূমিকা পালন করবে, তারাও শান্তিকামী মানুষের কাছে দুশমন হিসেবে চিহ্নিত হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগ্রাসী ইসরায়েলের অপরাধ পাশ কাটিয়ে ইরানকে বারবার হুমকি দিচ্ছেন। শক্তির মদমত্ততায় যারা উন্মাদ হয়ে যায়, তাদের পতন অনিবার্য।’’

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি মাওলানা আজিজুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সল, আবদুল জলিল, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।

সমাবেশ শেষে ‘আমার ভাই মরল কেন, জাতিসংঘ জবাব চাই’, ‘দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো’ ইত্যাদি স্লোগানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে আরও কয়েকটি সংগঠন অংশ নেয়।

Share Now

এই বিভাগের আরও খবর