নতুন রাজনৈতি দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ

আপডেট: June 20, 2025 |
inbound5087455099830577743
print news

বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে শুক্রবার বিকেলে। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক সামরিক কর্মকর্তাদের নেতৃত্বে বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) নামের দলটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

দলের সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক মেজর (অব.) মো. রাজিবুল হাসান। আলোচিত অনলাইন ক্যাসিনো-কাণ্ডে গ্রেপ্তার হওয়া সেলিম প্রধানকে করা হয়েছে দলের প্রধান উপদেষ্টা।

দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম পড়ে শোনান। দলটির নেতাদের মধ্যে আছেন সাবেক সামরিক কর্মকর্তা ও বেসামরিক পেশার বিভিন্ন শ্রেণির মানুষ।

দলের স্লোগান ‘সবার উপরে দেশ’। সভাপতির ভাষ্যে বলা হয়, ‘‘ভোটের রাজনীতি নয়, আমরা জনগণের রাজনীতি করতে এসেছি। আমরা বাংলাদেশপন্থী হতে চাই। আমরা কোনো দিল্লিপন্থী না, পিন্ডিপন্থী না, নিউইয়র্কপন্থী না, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই।’’

ঘোষণাপত্র পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ইউনূস। তাতে বলা হয়, ‘‘ঐতিহাসিক ’৪৭, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ’২৪-এর গণ–অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) নামের এক নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিচ্ছি।’’

দলটির মতে, এটি শুধু রাজনৈতিক দল নয়, বরং এক নতুন রাজনৈতিক মঞ্চ- যার লক্ষ্য হবে সামষ্টিক কল্যাণ, সুবিচার এবং নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা।

সেলিম প্রধান সম্পর্কে অনুষ্ঠানে কিছু বলা না হলেও তিনি দেশব্যাপী আলোচিত হন ২০১৯ সালে, যখন ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করে র‍্যাব। এরপর দুর্নীতি দমন কমিশনের মামলায় চার বছরের সাজা ভোগ শেষে ২০২৪ সালে মুক্তি পান।

দলের পররাষ্ট্রনীতিতে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও মর্যাদাভিত্তিক সম্পর্কের কথা বলা হয়েছে। এছাড়া ঘোষণা দেওয়া হয়েছে, বিআরপি হবে একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল, যার মূলনীতি হবে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠন।

সূত্র: প্রথম আলো

Share Now

এই বিভাগের আরও খবর