বগুড়ায় করতোয়া নদীতে ভেসে থাকা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আপডেট: June 21, 2025 |
inbound7030277422725767023
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় করতোয়া নদীতে ভেসে থাকা অজ্ঞাত পরিচয়ের এক যুবকের ভেসে আস মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২১ জুন (শনিবার) দুপুর দেড়টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড় এলাকায় নদীতে মরদেহটি ভেসে থাকতে দেখে স্হানীয়রা মরদেহটি আটকে রেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মৃত ব্যক্তি মানসিক ভারসম্যহীন ছিলেন।

নিহতের কোমরে শিকলসহ তালা বাঁধা দিল।এছাড়া তার পরনের প্যান্টের পকেট থেকে চকলেট,সাবান ও শ্যাম্পুর খোসা পাওয়া গেছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান,লাশটি পচে ফুলে যাওয়ার তাৎক্ষণিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এমনকি বয়স অনুমান করা কঠিন। তবে আনুমানিক বয়স ২০ থেকে ২৫ বছর বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর