মহাস্থান মাহীসওয়ার বিশ্ববিদ্যালয় কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেট: June 21, 2025 |
inbound4732649826358480402
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্হান মাহীসওয়ার বিশ্ববিদ্যালয় কলেজ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ জুন (শনিবার) দুপুর ১২ টার দিকে কলেজ হলরুমে আয়োজিত বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও অত্র কলেজের গর্ভণিং বডির সভাপতি মীর শাহেআলম।

inbound5367854051957991298

এসময় প্রধান অতিথি মীর শাহে আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক-নির্দেশনামুলক বক্তব্য রাখেন। প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন বলেও তিনি জানান।

অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, মহাস্হান সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, অত্র কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হালিম, এইচএসসি পরীক্ষার্থী মিশকাত আলী।

এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, মহাস্হান মাজার মসজিদের প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাসুম, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমানসহ অত্র কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মহাস্হান মাজার মসজিদের খতিব মাওলানা এমদাদুল হক।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৯৯ জন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

Share Now

এই বিভাগের আরও খবর