বগুড়ায় দুই শতাধিক অসহায় শিশুদের খাবার বিতরণ করলো রাইজিং এমবিশন ফর ইউথ

আপডেট: June 23, 2025 |
inbound1147174166331072223
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার রাইজিং এমবিশন ফর ইউথের পক্ষ থেকে একবেলা ভালো খাবার পেলো দুই শতাধিক গরীব অসহায় শিশু, পথচারী, ছিন্নমূল ও দুস্হ মানুষ।

২২ জুন (রোববার) বেলা ১২ টার দিকে বগুড়ার সেবামূলক সংগঠন রাইজিং এমবিশন ফর ইউথ এর উদ্যোগে শহরের স্টেশন সড়ক, জলেশ্বরীতলা, নবাববাড়ি সড়ক ও সাতমাথা এলাকায় কোরবানির মাংস দিয়ে রান্না করা বিরিয়ানির দুই শতাধিক প্যাকেট, গরীব অসহায় শিশু, পথচারী,ছিন্নমূল ও দুস্হ মানুষের মাঝে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাইজিং এমবিশন ফর ইউথের প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম , প্রতিষ্ঠানের সভাপতি জিদানুর রহমাম, সাধারণ সম্পাদক সামিন ইয়াসির আভাস সহ প্রামূখ।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম বলেন,কোরবানির সম আনন্দকে ভাগাভাগি করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শুধুমাত্র একটি খাবার নায় এটি ভালোবাসা ও মানবতার প্রতীক।

একজনের মুখে হাসি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।একবেলা ভালো খাবার দিতে পেয়ে আমরা সত্যিই আনন্দিত।

তিনি আরও বলেন, এটি শুধু একটি যুব সংগঠন নয়,বরং মানুষের পাশে দাঁড়ানোর এক অকৃত্রিম উদ্যোগ।

Share Now

এই বিভাগের আরও খবর