রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট: June 23, 2025 |
inbound1705427093926981236
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মায়ের সাথে অভিমান করে ভবানন্দ রায় (১৮) নামের এক ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (২২ জুন) দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম নামক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ভবানন্দ রায় ওই গ্রামের মৃত চৈতু রায়ের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে সকালে মায়ের সঙ্গে বকা-বকি হয় ভবানন্দের। পরে অভিমানে তিনি নিজ শয়নঘরের শরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারলে পুলিশকে খবর দিলে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর