জাবির নৃবিজ্ঞান বিভাগের  শিক্ষার্থী জোবায়েরের মৃত্যুতে উপাচার্যের শোক

আপডেট: June 23, 2025 |
inbound3194258147520510249
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১-তম ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের  শিক্ষার্থী জোবায়ের হোসাইনের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জোবায়ের হোসাইনের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় উপাচার্য বলেন, জোবায়ের হোসাইনের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন মেধাবী শিক্ষার্থীকে হারালো। তার পরিবারের জন্য এ ক্ষতি অপূরণীয়।

উপাচার্য জোবায়ের হোসাইনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, জোবায়ের হোসাইন আজ ২২ জুন , ২০২৫ তারিখ সকালে এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর