দেশজুড়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬৫৬

আপডেট: June 23, 2025 |
inbound5334998640081090405
print news

পুলিশের দেশব্যাপী বিশেষ অভিযানে মোট এক হাজার ৬৫৬ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে ১ হাজার ১১৭ জনের বিরুদ্ধে মামলা ও ওয়ারেন্ট ছিল। বাকি ৫৩৯ জনকে অন্যান্য অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে বিদেশি পিস্তল, পিস্তলের কার্তুজ, কাঠের বাটযুক্ত লোহার কাটা বন্দুক, দেশি তৈরি পাইপগান, গুলিসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

সারাদেশে ধারাবাহিকভাবে চলা এই অভিযানের মাধ্যমে অপরাধ দমন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দৃশ্যমান অগ্রগতি হচ্ছে বলে মন্তব্য করেছে পুলিশ সদরদপ্তর।

Share Now

এই বিভাগের আরও খবর