রাণীশংকৈলে স্কাউট কাব কার্নিভাল অনুষ্ঠিত

আপডেট: June 23, 2025 |
inbound5585883062605912033
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ স্কাউট কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩জুন) উপজেলার মিনি পার্ক মাঠে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় স্কাউটস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী এ কার্নিভাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্কাউট প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এবং উপজেলা স্কাউটস এর উদ্যোগে আয়োজিত কার্নিভাল অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা স্কাউট সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা কাব স্কাউট লিডার দিলারা বেগমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউট কমিশনার ইয়াকুব আলী, উপজেলা স্কাউট কোষাধ্যক্ষ হামিদুর রহমান, উপজেলা স্কাউট যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, উপজেলা স্কাউট লিডার মমতাজ আলী, উপজেলা স্কাউট সম্পাদক ফেরদৌস আলম উপজেলার ৩০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ৬ জন করে কাব স্কাউটস সদস্য সহ তাদের টিম লিডাররা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কার্নিভালে কাব স্কাউটদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, কুইজ, শিল্পকর্ম প্রদর্শনী ও শারীরিক কুসরত সহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন,কাব কার্নিভাল হলো কাব স্কাউটদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি আনন্দময় ও শিক্ষামূলক উৎসব। যেখানে বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে নিজেদের মানসিক শারীরিক ও সামাজিক বিকাশের সুযোগ হয়।

জেলা প্রশাসক জনাব ইসরাত ফারজানার পক্ষ থেকে জুস চকলেট বিতরণ শেষে কাব কার্নিভালে অংশগ্রহণকারি কাব সদস্যদের প্রত্যেককে সার্টিফিকেট বিতরণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর