*পাথর কোয়ারি বন্ধ ঘোষণায় কোম্পানীগঞ্জে প্রতিবাদ সমাবেশ*

আপডেট: June 24, 2025 |
inbound6329951108683428584
print news

ফাহিম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি:  পাথর কোয়ারি বন্ধ ঘোষণার প্রতিবাদে সিলেটের কোম্পানীগঞ্জে সর্বস্তরের সাধারণ নাগরিকবৃন্দের ব্যনারে প্রতিবাদ জানিয়ে ও অবিলম্বে কুয়ারি খুলে দেয়ার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২২ জুন (রোববার) সকালে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিবাদ জানাতে লোকজন জড়ো হন।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট- ৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো: জয়নাল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে মো. জয়নাল আবেদীন বলেন সুদীর্ঘকাল থেকে সিলেটের সীমান্তবর্তী এই এলাকার মানুষ পাথর কুয়ারি কেন্দ্রিক জীবিকা নির্বাহ করে আসছে।

হঠাৎ করে কোন বিকল্প চিন্তা ভাবনা না করেই পরিবেশ রক্ষার দোহাই দিয়ে বিগত ফ্যাসিস্ট আমলে বৃহত্তর সিলেটের পাথর কুয়ারিগুলো বন্ধ করে দেয়া হয়। এর প্রভাবে এই এলাকার মানুষের জীবনে অবর্ণনীয় দু:খ, দুর্দশা নেমে আসে।

লাখ লাখ মানুষ মানবেতর জীবন যাপন করছে। তিনি বলেন জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমরা আশা করেছিলাম এই কুয়ারিগুলো খুলে দেয়া হবে। মৃতপ্রায় এই অঞ্চল প্রাণ ফিরে পাবে।

কিন্তু ফ্যাস্টিস্টদের ধ্যান ধারনায় বর্তমান সরকারের কুয়ারীগুলো বন্ধ রাখার ঘোষণার আমরা বিস্মিত হয়েছি। জনগণ বিস্মিত হয়ে প্রশ্ন করছে কার স্বার্থে এই কুয়ারীগুলো বন্ধ করে রাখা হচ্ছে?

লাখ লাখ মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিয়ে কার স্বার্থকে প্রাধান্য দেয়া হচ্ছে? তিনি বলেন পরিবেশ নষ্ট হোক সেটা দেশপ্রেমিক কোন মানুষই চায় না।

আমাদের চাওয়া হলো মানুষ বাঁচুক এবং পরিবেশও বাঁচুক। কিন্তু আপনারা কোন বিকল্প চিন্তা না করেই একপেশে ভাবে পরিবেশ রক্ষার অজুহাতে কুয়ারি বন্ধ করে রেখেছেন।

তিনি এই বিষয়ে সরাসরি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন আমরা আশা করি বর্তমান অন্তবর্তীকালীন সরকার ফ্যাস্টিস্টদের মতো নির্দয় হবে না।

তিনি বলেন আমাদের দাবি স্পষ্ট। কোন আইনি মারপ্যাচ নয়, কোন অজুহাত নয়। পরিবেশ এবং মানুষের উভয় স্বার্থকে প্রাধান্য দিয়ে উদ্যোগ নিন এবং অতি দ্রুত সিলেটের সমস্ত পাথর কুয়ারি খুলে দিন।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিকনেতা হুমায়ুন রশিদ ইমন। ছাত্র সমন্বয় অদনান সোহাগ, সোহেল মাহমুদ ও লিটন মাহমুদের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, শ্রমিক কল্যাণ ফেডারেশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখা সভাপতি আল-আমীন খান, বিশিষ্ট মুরব্বী হাজী জমসিদ আলী, জাকির হোসেন, তোফায়েলুর রহমান প্রমূখ। বিজ্ঞপ্তি

Share Now

এই বিভাগের আরও খবর