মার্কিন হামলার ‘কঠিন জবাব’ দেবে ইরান: হুঁশিয়ারি জেনারেল মুসাভি

আপডেট: June 24, 2025 |
inbound5483916749746127085
print news

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার ‘আনুপাতিক জবাব’ দেবে তেহরান। সোমবার এক বক্তব্যে তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন আগ্রাসনের জবাব দুঃখজনক হলেও পাল্টা আঘাতের মাধ্যমে দেওয়া হবে।

মুসাভি বলেন, ‘‘ইরানের মাটিতে মার্কিন আক্রমণ জবাবহীন থাকবে না। ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন আক্রমণের প্রতি দুঃখজনক জবাব দেবে।’’

তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রসঙ্গ টেনে বলেন, ‘‘নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থনের লক্ষ্য হলো ইরানের মোকাবেলায় ব্যর্থ হওয়া এক ভুয়া সরকারকে সাহায্য করা।’’

মুসাভি আরও বলেন, ‘‘দেশের সশস্ত্র বাহিনী কোনো আক্রমণকারীর সঙ্গে আপস করবে না। আমরা জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞ এবং সেই শক্তিকে সাথে নিয়েই প্রতিরোধ চালিয়ে যাব।’’

এর আগে গতকাল রোববার ভোরে যুক্তরাষ্ট্র বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ‘‘মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে।’’

যুক্তরাষ্ট্রের আগেই গত ১৩ জুন রাতে ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা শুরু করে, যেখানে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হন এবং বেসামরিক ক্ষয়ক্ষতি ঘটে। এর প্রতিশোধে ইরান ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা হামলা চালায়। এরপর ইরান ধারাবাহিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করছে।

Share Now

এই বিভাগের আরও খবর