বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ

আপডেট: June 25, 2025 |
inbound7080723006872815575
print news

কলম্বোর এসএসসি গ্রাউন্ডে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৩৩.২ ওভারে ৪ উইকেটে ৯০ রান তুলেছে, এরপরই বৃষ্টি হানা দেয়।

জানা গেছে, এই মুহূর্তে মাঠে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং পুরো মাঠ কাভার দিয়ে ঢাকা হয়েছে। এর আগেই, কালো মেঘে ঢেকে ফেলে আকাশ। দুপুর ১.১৯ এর দিকে বাতাসের গতি বেড়ে যায়, এমনকি বাতাসের জোরে দুটি স্টাম্পও ভেঙে পড়ে। তখন বৃষ্টি না হলেও আকাশ অন্ধকার ও মেঘলা হওয়ার কারণে কভার আনতে নির্দেশ দেন মাঠের আম্পায়াররা। এরপরই শুরু হয় বৃষ্টি। ফলে বৃষ্টির কারণে কলম্বো টেস্টের খেলা এখন স্থগিত। আশা করা যাচ্ছে, অল্প সময়ের মধ্যেই আবহাওয়া স্বাভাবিক হয়ে মাঠে খেলা আবার শুরু হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, পঞ্চম উইকেটে ২৬ বলে ১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। মুশফিক ১৫ বলে ৭ ও লিটন ১২ বলে ৮ রানে অপরাজিত ছিলেন।

এর আগে, বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। পঞ্চম ওভারে শূন্য রানে আউট হন এনামুল হক। এরপর মুমিনুল হক (২১) এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৮) দ্রুত ফিরে যান। সবচেয়ে বড় ধাক্কা আসে যখন ৭ বলের ব্যবধানে সাদমান ইসলাম (৪৬) ও শান্ত আউট হয়ে দলকে চাপে ফেলেন।

এর আগে, সকালের সেশনে কিছুটা স্থিতিশীলতা এনে দেন সাদমান ও মুমিনুল। তাঁদের মধ্যে হয়েছিল ৩৮ রানের একটি কার্যকরী জুটি। তবে সেটিও বেশি দূর এগোয়নি।

একটি করে উইকেট নিয়েছেন, আসিতা ফার্নান্ডো, ধনঞ্জয়া ডি সিলভা, বিশ্ব ফার্নান্ডো ও থারিন্দু রত্নায়েকে।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন। শ্রীলঙ্কা একাদশে অভিষেক হয়েছে অলরাউন্ডার সোনাল দিনুশার।

Share Now

এই বিভাগের আরও খবর