‘উপদেষ্টাদের নামে প্রতিনিয়ত মিথ্যাচার, কই আমরা তো মামলা করিনি’

আপডেট: June 26, 2025 |
inbound7287682574949069120
print news

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টাদের নিয়ে ভয়াবহ মিথ্যাচার চললেও এখন পর্যন্ত কেউ মামলা করেনি। এ বিষয়ে সরকারও কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম সংস্কার কমিশনের এক বিশেষ সংলাপে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সরকার ও আমাকে নিয়ে ভয়াবহ মিথ্যাচার করা হচ্ছে। কিন্তু এসব নিয়ে মামলা তো দূরের কথা, কোনো প্রতিবাদও করা হচ্ছে না। আমার কাছে অনেক অন্যায় তদবির আসে। সেগুলো পাত্তা না দিলেই গালিগালাজ শুরু হয়—আমাকে ভারতের দালাল বলা হয়। এসব গুজব ও মিথ্যাচার আমি জনগণের বিবেকের ওপর ছেড়ে দিয়েছি।”

বিচার বিভাগ ও পুলিশের মধ্যে অধিক সংস্কার প্রয়োজন উল্লেখ করে আসিফ নজরুল বলেন, “বিচার ব্যবস্থাকে উন্নত করতে কাজ চলছে। এর অংশ হিসেবে আদালত ডিজিটালাইজেশন শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রামে দুটি আদালতে এ কার্যক্রম বাস্তবায়ন হয়েছে।”

তিনি আরও বলেন, “দেশে মিথ্যা মামলার সংখ্যা অনেক। কেউ কেউ ব্যক্তিগত স্বার্থে এ ধরনের মামলা করে। এসব মামলা খতিয়ে দেখা হচ্ছে।”

আইন উপদেষ্টা জানান, সাংবাদিকদের বিরুদ্ধেও মামলা হয়েছে। তার ভাষায়, “২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন মাত্র ১৫ জন।

এখানে সরকারের কিছু করার নেই। যারা মামলা করছে, তারা যদি মিথ্যা মামলা করে, তাহলে পুলিশ সেগুলো আটকে দিতে পারে না।”

সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপার জামিন বিষয়ে তিনি বলেন, “কে জামিন পাবেন আর কে পাবেন না, তা আইন মন্ত্রণালয় নির্ধারণ করে না।

বিচারকরা স্বাধীন। জামিন না পাওয়ার পেছনে কী কারণ, তা আদালতের সংশ্লিষ্টরাই ভালো বলতে পারবেন।”

Share Now

এই বিভাগের আরও খবর