অনুর্ধ্ব-১৮ জাতীয় হকি দলের হয়ে চীনে খেলতে যাচ্ছে জয়পুরহাটের ৪ জন


জয়পুরহাট প্রতিনিধিঃ অনুর্ধ্ব-১৮ বাংলাদেশ জাতীয় হকি দলের হয়ে চীনের দাঝোতে অনুষ্ঠিত Mans, woman’s এশিয়া কাপ ২০২৫ খেলতে যাচ্ছেন জয়পুরহাট জেলার ৪ জন কৃতি সন্তান।
বর্তমান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাএী পুরুষ দলের হয়ে মেহেদি, মুন্না ইসলাম, সৌহরাভ ইসলাম ছোটন এবং নারী দলের হয়ে মোছাঃ রিয়াশা আক্তার।
তারা আগামী ৩০ জুন চীনের উদ্দেশ্যে দেশ ছারবেন।জয়পুরহাট জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে তাদের ও বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানানো হয়।