ইবির বাস চাপায় পুলিশ কনস্টেবল নিহত

আপডেট: June 29, 2025 |
inbound5815940091059428993
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী বাসের চাপায় হা‌ফিজুর রহমান (৩০) নামে এক পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়ে।

শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ভাদা‌লিয়া এলাকায় অবস্থিত হাইওয়ে থানার সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে।

নিহত পুলিশ সদস্য কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার জাগরকোল গ্রামের আহম্মদ আলীর ছেলেচৌড়হাস হাইওয়ে থানার এসআই নাজির আহমেদ বলেন, সকালে থানার সামনের মহাসড়কে দা‌য়িত্ব পালন করছিলেন কনস্টেবল হা‌ফিজ।

এ সময় কুষ্টিয়ার দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসটি এক‌টি ট্রাক‌‌কে ওভার‌টেক কর‌তে গেলে রাস্তার পাশে থাকা পুলিশ কনস্টেবল হা‌ফিজ‌কে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।নিহত পুলিশ সদস্যের দ্বিতীয় স্ত্রী হা‌বিবা খাতুন জানান, সাত মাস আগে তারা বি‌য়ে করেছেন।

আগের পক্ষে তার এক‌টি কন্যা সন্তান রয়েছে।কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, বাস‌টি জব্দ ক‌রে থানায় নেওয়া হ‌য়ে‌ছে।

চালক ও সহ‌যোগী পলাতক রয়েছেন। প্রয়োজনীয় কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছ হস্তান্তর করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর