টঙ্গীতে ডোবায় ডুবে দুই কিশোরের মৃত্যু

আপডেট: June 29, 2025 |
inbound92184939064785383
print news

মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি :টঙ্গীতে ডোবা থেকে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এসময় আরো এক কিশোরকে ডোবা থেকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

দুই শিশুর মৃত্যুতে টঙ্গীর এরশাদনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২৮ জুন) দুপুরে টঙ্গীর এরশাদ নগর গোদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা দুই কিশোর হলেন, টঙ্গীর এরশাদনগর এলাকার মফিজ মিয়ার ছেলে আবু রায়হান (১২) এবং একই এলাকার তোফায়েল আহমেদের ছেলে ওসমান গনী (১১)। আহত অপর কিশোরের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে এরশাদনগর গোদারাঘাট এলাকায় ফুটবল খেলছিল কয়েকজন কিশোর।

এক পর্যায়ে তাদের ফুটবলটি ডোবায় পড়ে যায়। কিশোর আবু রায়হান ও ওসমান গনি ফুটবল তুলতে ডোবায় নামে।

হঠাৎ তারা ডোবার পানিতে তলিয়ে গেলে অপর এক কিশোর তাদেরকে উদ্ধার করতে যায়। একপর্যায়ে ওই কিশোরও ডোবার পানিতে তলিয়ে যায়।

কিশোরদের চিৎকারে শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী পূর্ব  থানার ভরাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিস্তাারিত জেনে নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর