দেশে স্বর্ণের দামে আবারও বড় ধরনের পতন

আপডেট: June 29, 2025 |
inbound6298127324986970161
print news

দেশের স্বর্ণবাজারে ফের দরপতন হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (২৮ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত জানায়। সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার (২৯ জুন) থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৭০ হাজার ২৩৬ টাকায়, যা আগের দামের চেয়ে ২ হাজার ৬২৪ টাকা কম।

২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৩৯ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ১৫ হাজার ১৭০ টাকায়।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যে ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গত ২৪ জুনও স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। এ নিয়ে চলতি বছরে মোট ৪০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৪ বার কমানো হয়েছে।

রুপার দাম এখনো অপরিবর্তিত। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৭২৬ টাকায়।

Share Now

এই বিভাগের আরও খবর