ড. ইউনূসের জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা

আপডেট: June 29, 2025 |
inbound593679692389194234
print news

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার অফিসে তারেক রহমানের পক্ষে ফুল নিয়ে যান বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

ফুল ও জন্মদিনের কেক গ্রহণ করেন প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌসি হাসান সেলিম।

ফুলেল শুভেচ্ছা পেয়ে ড. ইউনূস বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, ড. ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার ধারণার পথিকৃৎ হিসেবে তার জন্মদিনকে দেড় দশক ধরে “সামাজিক ব্যবসা দিবস” হিসেবে পালন করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর