বগুড়ায় ভুয়া ডিগ্রি ও প্রতারণার অভিযোগে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

আপডেট: July 2, 2025 |
inbound8953923718007269512
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ভুয়া ডিগ্রি ব্যবহার ও প্রতারণার অভিযোগে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রাশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার (২ জুলাই) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালের সামনে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রশিদুল ইসলাম এবং সদর সেনানিবাসের ক্যাপ্টেন সাজ্জাদ হায়দার।

ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে ভুয়া প্রেসক্রিপশন ও রিপোর্ট প্রদান করা হচ্ছিল।

প্রতিষ্ঠানের মালিক এমবিবিএস ডিগ্রিধারী হলেও নিজের নামের সঙ্গে বিভিন্ন ভুয়া ডিগ্রি ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন।

এছাড়াও, সেখানে ডিগ্রিবিহীন ব্যক্তিদের দিয়ে,চিকিৎসা সেবা প্রদান এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও প্রমাণিত হয়েছে।

এসব অনিয়মের দায়ে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৩ ( তিন লাখ) ৬৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

একই অভিযানে ভুয়া ডিগ্রি ব্যবহার করায় ডা. এস কে সাজেদুল আলমকে ১ (এক লাখ) ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রশিদুল ইসলাম বলেন,” জনস্বাস্থ্য নিয়ে এমন প্রতারণা কোনোভাবেই বরদাস করা হবে না।অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর