শিবগঞ্জে ক্ষতিগ্রস্ত ১০ পরিবার পেলো উপজেলা প্রশাসনের সহায়তা


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দূর্যোগ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ ও অসচ্ছল ১০টি পরিবাবের মাঝে ঘর নির্মাণে ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করলেন উপজেলা প্রশাসন।
০২ জুলাই (বুধবার) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে প্রাপ্ত ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রাকৃতিক দূর্যোগ,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ ও অসচ্ছল ১০টি পরিবারের মাঝে বিনামূল্যে এ ঢেউটিন ও গৃহনির্মাণ বাদব অর্থের চেক প্রদান করা হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান উপস্থিত থেকে ১০টি পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করেন।
সহায়তা পেয়ে ভুক্তভোগী আকবরা আলী বলেন,আমার ঘরের টিন ঝরে ক্ষতিগ্রস্হ হয়েছিল। অর্থের অভাবে আমি ঘরের চাল মেরামত করতে পারছিলাম না।
উপজেলা প্রশাসনের সহায়তায় আমি আমার ঘরের টিন পেয়েছি। এ সহায়তা পেয়ে আমার পরিবারের অনেক উপকার হলো।
উক্ত সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উইপি চেয়ারম্যান ফাইমা আক্তার প্রমূখ।