আইএসের নেটওয়ার্কে যুক্ত ছিল গ্রেপ্তার বাংলাদেশিরা, চাঞ্চল্যকর তথ্য দিলো মালয়েশিয়া

আপডেট: July 4, 2025 |
inbound6814904722116077825
print news

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর মতাদর্শ ছড়ানো এবং অর্থ সংগ্রহে জড়িত একটি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার কথা জানিয়েছে দেশটির পুলিশ। ৪ জুলাই শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মালয়েশিয়ার পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল।

২০১৬ সালে রাজধানী কুয়ালালামপুরে আইএস সংশ্লিষ্ট হামলার পর থেকে দেশটি সন্দেহভাজন জঙ্গি কার্যকলাপে জড়িত শত শত ব্যক্তিকে আটক করেছিল। সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গি তৎপরতা কমে এলেও এই নতুন নেটওয়ার্ক ধরা পড়ায় আবার উদ্বেগ দেখা দিয়েছে।

প্রচুর বিদেশি শ্রমিকের ওপর নির্ভরশীল মালয়েশিয়ায় প্রতি বছর বহু বাংলাদেশি কলকারখানা, বাগান এবং নির্মাণ খাতে কাজ করতে যান। পুলিশের তথ্যমতে, চলতি বছরের এপ্রিল থেকে চালানো অভিযানে মালয়েশিয়াজুড়ে ৩৬ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে, যারা মূলত শ্রমিক হিসেবে দেশটিতে গিয়েছিলেন।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই নেটওয়ার্ক মূলত মালয়েশিয়ায় কর্মরত অন্যান্য বাংলাদেশি শ্রমিকদের লক্ষ্য করেই সদস্য সংগ্রহ করছিল। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার করে উগ্র মতবাদ প্রচার এবং আন্তর্জাতিক মানি ট্রান্সফার ও ই-ওয়ালেট ব্যবস্থার মাধ্যমে সিরিয়া ও বাংলাদেশে আইএসের কাছে অর্থ পাঠানো হতো। কত টাকা পাঠানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

আটকদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে মামলা হয়েছে। আরও ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। বাকি ১৬ জন এখনো পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাঁদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

মোহাম্মদ খালিদ বলেন, ‘মোট ১০০ থেকে ১৫০ জন ব্যক্তি এই নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত বলে আমাদের ধারণা। যাদের সম্পৃক্ততা কম, তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। আর যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Share Now

এই বিভাগের আরও খবর