খোকসা বাজারে অগ্নিকান্ডে ৫ দোকান ভস্মীভুত


আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা বাজারে সিসি টিভির চার্জার থেকে সৃষ্ট আগুরে ৫ দোকান পুড়ে ছায় হয়েছে।
ব্যবসায়ীদের ক্ষতি পরিমান ১০ লাখ টাকা ছাড়িয়ে যাবে। অল্পের জন্য রক্ষা পেলে মার্কেটির ৩০ দোকান।
শুক্রবার সকাল ১০ টার দিকে খোকসা জানিপুর বাজারের প্রধান সড়কের স্কুল মার্কেটের সিদ্দিকুর রহমানের টেলিভিশনের শো রুমে আগুনের সূত্রপাত হয়।
সাপ্তাহিক ছুটির কারণে এ সময় বাজারের অধিকাংশ দোকান বন্ধ ছিল। বাজারের ব্যবসায়ী ও পথচারীরা টেলিভিশনের শো রুম থেকে ধোয়ার কুন্ডলী উঠতে দেখে ব্যবসায়ীদের মোবাইল ফোনে খবর দেয়।
একই সাথে তারা খোকসা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিটি, বাজারের ব্যবসায়ী ও পথচারীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।
ততক্ষনে সিদ্দিকুর রহমানের টেলিভিশনের শো রুম, দুইটা ওষুধের ফার্মেসি ও দুটি খেলা ঘররের মালামাল, আসবাব পত্র ও নগদ টাকা ভস্মে পরিণত হয়।
ব্যবসায়ীদের দাবি তাদের প্রায় মালামাল ও নগদ টাকা দিয়ে ১০ লাখ টাকার ক্ষতি।
বাজারের সোনার দোকানের মালিক মিঠু জানান, সকাল ১০ টার দিকে বাজারে ঢুকেই ধুয়া কুন্ডলী দেখতে পান। তখনই ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেন।
খুব দ্রুত সময়ের মধ্যে তারা নিজেরা আগুনর নেভানোর কাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌচ্ছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
টেলিভিশনের শো রুমের মালিক সিদ্দিকুর রহমান বলেন, রাতে যাওয়ার সময় তিনি নিজে দোকানের মেইন সুইচ বন্ধ করে রেখে যান।
তিনি মনে করছেন, সিসি টিভির ক্যামেরার চার্জার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিদ্যুতের সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা কম।
খোকসা বাজারের ব্যবসায়ী নেতা গোলাম ছরোয়ার মুঠো ফোনে বলেন, তিনি বাইরে আছেন। তবে যতুটুকু খবর পেয়েছেন তাতে ৫ ব্যবসায়ীর নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
খোকসা ফায়ার ষ্টেশনের ষ্টেশন অফিসার হাবিবুর রহমান বলেন, তারা প্রায় দেড় ঘন্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়েছেন। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয় ক্ষতি নিরুপনের জন্য সময় লাগবে।