বগুড়ায় র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর বিদ্যুৎ হত্যা মামলায় গ্রেফতার ০২

আপডেট: July 5, 2025 |
inbound1245931172950095429
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় র‍্যাবের অভিযানে জেলা সদর থানার পূর্ব শত্রুতার জের ধরে চাঞ্চল্যকর বিদ্যুৎ হত্যা মামলার এজাহার নামীয় পালাতক প্রধান দুই আসামীকে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ভবানীপুর বাজার

এলাকা থেকে গ্রেফতার,করা করেছে র‍্যাব-১২।

গ্রেফতারকৃত পালাতক আসামীদ্বয় হলেন-বগুড়া সদর থানার বৃন্দাবনপাড়া এলাকার(দক্ষিণপাড়া) গ্রামের মোঃ আজিজুল এর ছেলে মোঃ রনি(৩৮) ও একই এলাকার মোঃ রনি এর ছেলে মোঃ রুকু(১৯)।

র‍্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজের স্বাক্ষরিত পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৩-৬-২০২৫ বিকাল,অনুমান সোয়া ৪টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে আসামীগন ভিকটিম রবিউল ইসলাম বিদুৎ (৩৩) কে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও এসএস পাইপ দিয়ে এলোপাথাড়ি ভাবে মারপিট করে শারিরের বিভিন্ন স্হানসহ বাম হাতের কব্জির উপর ও কুনইতে রক্তাক্ত ও তল পেটের ডান পার্শ্বে স্টেপ করিলে চাকু পেটের মধ্যে ঢুকে গিয়ে খাদ্যনালী কেটে যাওয়াসহ নাড়িভুড়ি বাহির হয়ে গুরুত্বর রক্তাক্ত জখম হয়।

পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমানের মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের বাবা বাদী হয়ে বগুড়ার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

উক্ত মামলার প্রেক্ষিতে র‍্যাব-১২ বগুড়া, আসামীদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,গাজিপুর জেলার জয়দেবপুর থানাধীন ভবানীপুর বাজার এলাকায় ওই হত্যা,মামলার ০১নং আসামী রনি ও ০২নং আসামী অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২, বগুড়া এবং র‍্যাব-১ সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর একটি আভিযানিক দল র‍্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি বাটন মোবাইল এবং একটি স্মার্ট ফোনসহ তাদেরকে সক্ষম হয়।

র‍্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর