বগুড়ায় পুলিশের পোশাক পরে ঘোরাঘুরি, ভুয়া কনস্টেবল গ্রেফতার

আপডেট: July 5, 2025 |
inbound2763377654036536056
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় পুলিশের পরে ঘোরাঘুরি সময় রিপন ইসলাম(২৬) নামের এক ভুয়া কনস্টেবলকে গ্রেফতার করেছে।

০৪ জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া জেলা শহরের চারমাথা এলাকার গোদারপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রিপন ইসলাম বগুড়া জেলা শহরের পশ্চিম গোদারপাড়া এলাকার মমিনুল ইসলাম মমিনের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া উপশহর ফাঁড়ির উপ-পরিদর্শক সোহাগ মিয়া।তবে গ্রেফতার রিপনের দাবি,তিনি শখ করে পুলিশের পোশাক পরেছিলেন।

পুলিশ কর্মকর্তা সোহাগ ফকির জানান,বিকালে রিপন পুলিশ কনস্টেবলের পূর্ণাঙ্গ পোশাক পরে বাজারে ঘুরতেছিলেন।

তার আচারণ সন্দেহজনক হওয়ায় বাজার এলাকায় থাকা লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে বাজারে পুলিশ ওই গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান,রিপন রেলওয়ে পুলিশের আব্দুল কুদ্দুস নামে এক কনস্টেবলের পোশাক পরেছিলেন। তবে তিনি পোশাক কি করানে পরেছিলেন তা এখনো জানা যায়নি। তার বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, গ্রেফতারকৃত রিপন দাবি করছেন তিনি এই পোশাক চারমাথা ফ্লাইওভারের নিচে পেয়েছিকেন।আর তিনি এটা নাকি শখ করে পরেছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর