চট্টগ্রামে মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত


মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধিঃ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন।
শুক্রবার (৪জুলাই) জুমার নামাজের পর চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট খাজা রোড আমিনের দোকানের উত্তরপাশে খোলাপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক হুমায়ুন কবির, চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সুমন মিয়া, সাবেক কাউন্সিলর মাহবুবল আলম, কাউন্সিলর পদপ্রার্থী রাইসুর রহমান তিতু, আব্দুল হালিমসহ এলাকার সচেতন মহল।
মানববন্ধনে আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, আজকে থেকে খোলাপাড়া মাদকমুক্ত ঘোষণা করছি৷
চিহ্নিত অপরাধীদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হবে। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন যারা মাদক থেকে ফিরে আসতে চায় তাদেরকে সবসময় সহায়তা করবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক হুমায়ুন কবির বলেন, সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে লড়াই করতে হবে।
গোপনে তালিকা তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনীকে সেই তালিকা সরবরাহ করুন। সম্পূর্ণ অরাজনৈতিকভাবে মাদকবিরোধী সংগঠন গড়ে তোলেন।
সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে আমি সবসময় ব্যবস্থা নিয়েছি। যুব সমাজ যাতে মাদকের দিকে ধাবিত হতে না পারে সে লক্ষ্যে আমাদের আজকের উদ্যোগ।